ঢাকার আকাশে ধূমকেতু নিওওয়াজ
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ২০:০৩
ধূমকেতু নিওওয়াজ বর্তমানে সূর্যকে প্রদক্ষিণ করে বহিঃসৌরজগতের দিকে ধাবিত হচ্ছে। যদিও খালি চোখে এটিকে দেখা কষ্টকর, সূর্যাস্তের পরে আকাশ অন্ধকার হয়ে এলে ধূমকেতুটি উত্তর-পূর্ব আকাশে দিগন্তের কাছে দেখা যাবে যেকোনো সাধারণ বাইনোকুলার ব্যবহার দিয়ে।ধূমকেতুটি আগামী ২২ শে জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে, কিন্তু সূর্যের থেকে দূরে সরে যাবার কারণে ধীরেধীরে এর ঔজ্জ্বল্য কমে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন এরপরের বার নিওওয়াইজ ধূমকেতুটিকে দেখা যাবে ৬৮০০ বছর পরে।
- ট্যাগ:
- বিজ্ঞান
- জ্যোতির্বিদ্যা
- ধূমকেতু