![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020July/bg/Kajal_Agarwal-bg20200718200143.jpg)
শিগগিরই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন কাজল আগারওয়াল
এখনো সিঙ্গেল রয়েছেন তামিল সিনেমার নন্দিত নায়িকা কাজল আগারওয়াল। চেহারা আর অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। এবার শোনা যাচ্ছে নায়িকার বিয়ের খবর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আওরঙ্গবাদের এক শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগারওয়াল। তার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। খুব শিগগির অভিনেত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।