চট্টগ্রামে কোরবানির পশুর হাটে কেনাবেচা চলবে: মেয়র নাছির
চট্টগ্রাম সিটি করপেরেশনের মেয়র বলেন, নগরীর নির্ধারিত কোরবানি পশুর হাটগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধির নির্দেশনা মোতাবেক পশু বেচাকেনার সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ রক্ষায় চসিক সর্বোচ্চ সর্তকতা, পর্যবেক্ষণ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও বর্জ্য অপসারণের সার্বক্ষণিক ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সর্বোপরি সামাজিক দূরত্ব বজায় ও অহেতুক লোক সমাগম এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে পশু বেচাকেনা পর্ব সম্পন্ন করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য সব আড়ম্বর ও লোক সমাগম এড়িয়ে চলা ও নিয়ন্ত্রণে রাখার জন্য ইজারাদার, ক্রেতা-বিক্রেতা, প্রশাসন ও চসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে।