![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Jul/18/1595076635681.jpg&width=600&height=315&top=271)
ব্যাট-গোলাপি জার্সি নিয়ে করোনা যুদ্ধে প্লেসিস
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়েছেন দেশ-বিদেশের অনেক তারকা ক্রিকেটার। মহানুভব সেই সব খেলোয়াড়দের দলে এবার নাম লেখালেন ফাফ ডু প্লেসিস।
কোভিড-১৯ মহামারীতে কষ্টে থাকা সুবিধাবঞ্চিত স্থানীয় শিশুদের খাবার দিতে তহবিল গড়তে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই বাটসম্যান। এজন্য নিজের ব্যাট ও গোলাপি ওয়ানডে জার্সি নিলামে তুলবেন তিনি।