পাঠাওয়ের ফাহিমের খুনি হাসপিলের সঙ্গে ‘রহস্যময়’ তরুণী
পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যার ঘটনায় তার ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তিগত সহকারীর সঙ্গে এক তরুণীকে দেখা গেছে। আর এ তরুণীকে রহস্যময় হিসেবে আখ্যায়িত করেছে ডেইলি মেইল। ফাহিমকে হত্যার পর ১৫ জুলাই দুপুরে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ক্রসবি স্ট্রিটের অ্যাপার্টমেন্ট থেকে অভিযুক্ত হাসপিল তরুণীকে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। সিসি ক্যামেরার সেই ভিডিও উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দাদের দাবি, ১৩ জুলাই স্থানীয় সময় দুপুরের পর ম্যানহাটনে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে হত্যার শিকার হন ফাহিম সালেহ। হত্যা করে প্রথম দিন হত্যাকারী চলে যায়। পরদিন আবারো ওই অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এরপর ইলেকট্রিক করাত দিয়ে ফাহিম সালেহের মরদেহ কয়েক টুকরা করে সেগুলো ব্যাগে ভরার চেষ্টা করে। ওই সময় রক্ত মুছে ফেলারও চেষ্টা করে সে।