পরিবেশের বিপর্যয় বিপদ ডেকে আনতে পারে : পলক
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবেশের বিপর্যয় আমাদের বিপদ ডেকে আনতে পারে। তাই পরিবেশ রক্ষার বিকল্প নেই। এজন্য পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী স্মরণে সারা দেশে গাছের চারা রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। এজন্য সিংড়া এলাকায় ১ লাখ চারা গাছ রোপন করা হবে।