বোকামির দণ্ড ৩০ লাখ টাকা, চাইছেন সবার সাহায্য

প্রথম আলো অস্ট্রেলিয়া প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৬:৩৩

নিরাপত্তা ব্যুহ ভেঙে মাঠে ঢুকে পড়েছিবহুদিন পর স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ পেয়েই বাস্তবতা ভুলে গিয়েছিলেন জেসি হায়েন। অস্ট্রেলিয়ান রুলস ফুটবলে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল জিলং ও কলিংউড। অপটাস স্টেডিয়ামে সে ম্যাচের চতুর্থ কোয়ার্টারে নিরাপত্তা ব্যুহ ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন এই দর্শক। এ কারণে এখন ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে তাঁর।ধরে বেঁধে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে হায়েনকে।

সামাজিক দূরত্বের নিয়ম ভাঙার কারণে প্রায় ৩০ লাখ টাকার মতো জরিমানা দিতে হবে। তবু নিজের কাণ্ডে এখনো মজা পাচ্ছেন হায়েন, 'অনেকেই (তাঁর বন্ধুরা) এতে অনেক মজা পেয়েছে। আমারও মনে হচ্ছে এটা বেশ মজার ছিল। কিন্তু এখন মনে হচ্ছে একটু বোকামি হয়ে গেছে।' লেন দর্শক। এ কারণে এখন ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে তাঁর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও