স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় সাহেদ-সাবরিনা গংয়ের সৃষ্টি
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে সাহেদ-সাবরিনা গংয়ের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা। শনিবার (১৮ জুলাই) রাজধানীর মুগদা আইডিয়াল স্কুলের সামনে স্বাস্থ্য খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তারা।
ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য ও মুগদা থানার নেতা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়। আরও বক্তব্য দেন, মুগদা থানার নেতা আরিফ চৌধুরী, আলমগীর হোসেন বাদশা, দেওয়ান শামছুল আরেফিন, ফয়সাল আহমেদ প্রমুখ।