![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/18/4210881ebdc2c26ad65bec94ffe239fa-5f12c2de6bf31.jpg?jadewits_media_id=679091)
বাংলাদেশ-ইতালি সম্পর্কে চিড় ধরেনি বরং সুদৃঢ় হয়েছে: রাষ্ট্রদূত
রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার দাবি করেছেন, করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট প্রশ্নে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশিদের নিয়ে ইতালির কর্তৃপক্ষের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে৷ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্কে কোনও চিড় ধরেনি। বরং তা সুদৃঢ় হয়েছে।