যে ১২ দেশে পৌঁছাতেই পারেনি প্রাণঘাতী করোনা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৫:৫০

গত ৩১ ডিসেম্বর চীনে শনাক্ত হয়েছিল নতুন এক ভাইরাস, বিজ্ঞানীরা যার নাম দেন নভেল করোনাভাইরাস। নতুন এ ভাইরাসটি সহজেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ায় দ্রুত ব্যবস্থা নিয়েও আটকানো যায়নি এর সংক্রমণ। ফলাফল, মাত্র সাত মাসের মধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি কোণে পৌঁছে গেছে প্রাণঘাতী এ ব্যাধি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১১৫ জন। মারা গেছেন ছয় লাখেরও বেশি মানুষ। প্রাণঘাতী এ ভাইরাস এতটাই অপ্রতিরোধ্য যে, এক দেশে সংক্রমণ কমছে তো বেড়ে যাচ্ছে আরেক দেশে। যেখানে কমে গেছে বলে মনে হচ্ছে, সেখানে আবারও আঘাত হানছে এ মহামারি। এভাবে দেখতে দেখতেই বিশ্বের ১৮৮টি দেশে পৌঁছে গেছে নভেল করোনাভাইরাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও