‘হ্যাসপিলের কেনা করাত মিলেছে ফাহিমের বাসায়’

প্রথম আলো ম্যানহাটন প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৫:০৬

নিউইয়র্কের স্থানীয় সময় ১৭ জুলাই মধ্যরাতের কিছু পরে বাংলাদেশের শেয়ার রাইডিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন খুনি টাইরেস ডেঁভো হ্যাসপিলকে (২১) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিউইয়র্কের আদালতে ভার্চ্যুয়াল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ম্যানহাটনের অ্যাসিস্ট্যান্ট ডিসট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড সন্দেহভাজন খুনি টাইরেস ডেঁভো হ্যাসপিলকে আদালতে উপস্থাপন করে বলেন, হোমডিপো নামের দোকান থেকে হ্যাসপিলের কেনা ইলেকট্রিক করাত ও ধোয়ামোছার সরঞ্জামাদি ফাহিম সালেহর অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও