কিমের বোনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় মামলা
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও তার শীর্ষ সহযোগী কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়া। সীমান্তে দুই কোরিয়ার যৌথ লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দেয়ায় কিম ইয়ো জংকে দায়ী করে দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী লি কায়ুং জায়ে এই মামলা করেছেন। কিম ইয়ো জংয়ের পাশাপাশি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পাক জং-চোনের বিরুদ্ধেও মামলা করেন আইনজীবী লি। এরই মধ্যে প্রতীকী এই মামলা চালানোর বিষয়ে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়ার কৌসুঁলিরা। যদিও কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে কিনা তা এখনও পরিষ্কার হয়নি।