পর্বতে মিলল ভুতুড়ে উপাদান!
ইতালির একটি পর্বত থেকে ভুতুড়ে এক উপাদানের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই উপাদান কেবল সূর্যের ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া সম্ভব। লাইভ সায়েন্সর এক প্রতিবেদনে জানানো হয়, ইতালির লাকুইলা শহরের ল্যাবরেটরি নাজিওনালি দেল গ্রান সাসোর বোরেক্সিনো এক্সপেরিমেন্ট প্রকল্পের বিজ্ঞানীরা ওই শহরের কাছেই একটি পর্বতের গভীরে উপাদানটির সন্ধান পেয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সূর্য
- বিজ্ঞানী
- ভূতুড়ে জায়গা