ফাহিম হত্যায় গ্রেপ্তার হাসপিলকে আদালতে নেওয়া হচ্ছে
পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া টেরেস ডেভোন হাসপিলকে (২১) নিউইয়র্ক সময় শুক্রবার মধ্য রাতের মধ্যেই আদালতে হাজির করানো হবে। তাঁর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে।
ফাহিম সালেহর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন টেরেস ডেভোন হাসপিল। ফাহিমের বিপুলসংখ্যক অর্থ টেরেস ডেভোন চুরি করেছেন বলে আপাতত জানানো হয়েছে। যদিও হত্যাকাণ্ডের জন্য এটাই একমাত্র কারণ কিনা, তা তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়নি। শুক্রবার মধ্যরাতের মধ্যেই হাসপিলকে আদালতে হাজির করার কথা রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (নিউইয়র্ক সময় শুক্রবার রাত ১১টা) আদালতের সামনে প্রধান প্রধান সংবাদমাধ্যমের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসপিলের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।