‘ব্যাবাক খালি কথা দিছে, কেউ কথা রাখেনি’
বয়সের ভারে নুব্জ্য হাসেম আলী খান। বার্ধক্যজনিত কারণে নানা রোগে-শোকে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। বয়স হয়েছে ৯৭ বছর। চিকিৎসা দূরের কথা, তিন বেলা খাবার জোটানোও তার জন্য কষ্টকর। জীবনের শেষ সময়ে একটু সচ্ছলতার আশায় বয়স্ক ভাতার কার্ডের জন্য ধরনা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। আশ্বাস মিললেও এখনো জোটেনি কোনো কার্ড।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জনপ্রতিনিধি
- বয়স্ক ভাতার দাবি