You have reached your daily news limit

Please log in to continue


আমিই নজরুলের ৫০তম পর্বে খিলখিল কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে মুক্ত আসরের নিয়মিত আয়োজন ‘আমিই নজরুল’। আজ শনিবার (১৮ জুলাই) ৫০তম পর্ব। এবারের বিষয় দাদুর সঙ্গে যত স্মৃতি। এই বিষয়ে কথা বলবেন কবির নাতনি ও সংগীতশিল্পী খিলখিল কাজী। খিলখিল কাজী বলেন, ‘আমিই নজরুল মুক্ত আসরের আয়োজনে ৫০ পর্বে আমাকে খুবই আনন্দিত, খুবই রোমাঞ্চিত করে। আমরা বিশ্বের সব মানুষ এক অন্য রকমের সময় পার করছি, মানুষ আজ নিজ নিজ ঘরে আশ্রয় নিয়েছে। তারপর জীবনকে নিয়ে চলতে হবে, মানুষের মনে আনন্দ ও সাহস জোগাতে হবে। এমনিভাবে একটি অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছে “মুক্ত আসর”।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন