প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান
‘‘নিয়ম-কানুন না মেনে বিদেশে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের ধিক্কার জানাই',' রোম থেকে সম্প্রচারিত ডয়চে ভেলের ফেসবুকলাইভ দেখে মন্তব্যটি করেছেন একজন দর্শক৷ এমন ভাবনা অনেকেরই ৷‘‘আমরা জীবনের চিন্তা করি না, টাকার চিন্তা করি, আর এটাই বাস্তব,''এই মন্তব্য পাঠক শরীফুল ইসলামের৷পাঠক খালিদ দুঃখ করে লিখেছেন ইটালিতে অবৈধভাবে থাকা বাঙালির সংখ্যা বেশি, তাই হয়ত তারা নিয়ম মেনে চলতে পারে না, বা চলে না ৷ এটাকে স্বাভাবিকই মনে করেন খালিদ৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.