মহড়া কক্ষের খরচ জোগাতে সবজি বিক্রি করছে নাটকের দল প্রাঙ্গণেমোর
প্রথম ক্রেতা হিসেবে ভ্যানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ।নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর চালু করেছে প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান। সঙ্কটকালীন এই উদ্যোগের স্লোগান হলো শ্রমে সততায় সৃজনে বাঁচি। শুক্রবার সকালে প্রথম ক্রেতা হয়ে এই ভ্যানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন প্রাঙ্গণেমোরের অনন্ত হিরা, নূনা আফরোজসহ অন্য সদস্যরা। এ প্রসঙ্গে অনন্ত হিরা বলেন, “আমাদের থিয়েটার বন্ধ চার মাস। মঞ্চের পর্দা খুলতে পারছি না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.