![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/07/17/153122_bangladesh_pratidin_Noakhali-Jobu-legh-Atak.jpg)
নোয়াখালীতে সরকারি চাল আত্মসাতের মামলায় যুবলীগ নেতা কারাগারে
নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল পাচার মামলার পলাতক আসামি মোসলেহ উদ্দিনকে আটক করেছে পুলিশ। আটককৃত মোসলেহ উদ্দিন নোয়াখালী সদরের আন্ডারচর ইউনিয়ন যুবগীগের আহবায়ক এবং একই ইউনিয়নের আমির হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।