![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/17/ea8b94baaa9150ff4ea3e75bce3d4e60-5f10e492dd8fd.jpeg?jadewits_media_id=1547348)
নাগরকোট : হিমালয়-কন্যা তুমি পাতার সবুজ অরণ্যে
পাহাড়ের বুকের ওপর বিমানবন্দর। যাকে বলা হয় দ্য মোস্ট ডিফিকাল্ট এয়ারপোর্ট অব দ্য ওয়ার্ল্ড! রানওয়েতে একটামাত্র বিমান দাঁড়িয়ে আছে আর আমাদের বিমান চমৎকার একটা ঝাঁকুনি দিয়ে অবতরণ করল সবে। অল্প কিছুক্ষণের মধ্যেই ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে বাইরে এলাম। সার্কভুক্ত দেশ হিসেবে অন অ্যারাইভাল ভিসার সুযোগ কাজে লাগিয়ে পরিবার নিয়ে প্রথম দেশের বাইরে ঘুরতে আসা।