ভার্চুয়ালে ঝুঁকছেন গৃহশিক্ষকরা
মতিউর রহমান মিন্টু, পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখন বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি নিজের খরচ মেটাতে টিউশন করেন। করোনার শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা পর রাজশাহী ছেড়ে গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালীতে চলে আসেন। কিছুদিন টিউশনি বন্ধ রেখেছিলেন। করোনাকাল দীর্ঘ হওয়ায় টিউশনির জন্য বেছে নিয়েছেন ভার্চুয়াল মাধ্যম। বেশ কিছুদিন ধরে অনলাইনের মাধ্যমে টিউশন করছেন। শুধু মতিউর রহমান মিন্টু নয়, অনেক গৃহশিক্ষক করোনাকালীন সময়ে এ পথ বেছে নিয়েছেন।