করোনায় ক্ষতিগ্রস্ত ২২ হাজার চাষি পাচ্ছেন বিনা মূল্যে সেচ সুবিধা
চলতি আমন মৌসুমে রাজশাহীর বাগমারার ২২ হাজার চাষি বিনা মূল্যে খেতে সেচ দিতে পারবেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চাষিদের খেতে বিনা মূল্যে পানি সেচ দেবে। করোনাকালে ক্ষতিগ্রস্ত চাষিদের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বাগমারার আঞ্চলিক দপ্তর সূত্রে জানা যায়, করোনাকালে বিভিন্ন পেশার মানুষের মতো চাষিরাও ক্ষতির শিকার হয়েছেন। অনেকে পুঁজি হারিয়ে ফেলেছেন।
চলতি মৌসুমে তাঁরা চাষাবাদবিমুখ হতে পারেন, এ আশঙ্কায় চাষিদের প্রণোদনা হিসেবে বিনা মূল্যে ধানখেতে পানি সেচের উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুসারে এবার উপজেলার ৪৫০টি সেচ পাম্পের মাধ্যমে খেতে সেচ দেওয়া শুরু হয়েছে। গত ২২ জুন স্থানীয় সাংসদ এনামুল হক এ কার্যক্রমের উদ্বোধন করেছেন।