‘আমাদের গ্রামের মেয়েদের সহজে কেউ বিয়ে করতে চায় না’
নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের যুবকেরা রাস্তায় ধান রোপণ করে অভিনব পন্থায় জানালো প্রতিবাদ। আদমদীঘির নসরতপুর ইউনিয়নের বৃহত্তম গ্রাম বিনাহালী। এই গ্রামের ভোটার সংখ্যা প্রায় ২৫০০ জন। গ্রামের ২টি রাস্তার মধ্যে ১টি কাঁচা এবং ১টি পাকা। কিন্তু আধুনিকতার কোন ছোয়া আজ পর্যন্ত এই অবহেলিত গ্রামের কোন রাস্তা-ঘাটে স্পর্শ করেনি। সরকার যেখানে গ্রামকে শহরের সুবিধা প্রদান করার অঙ্গিকার করেছে সেখানে এই গ্রামের সকল কিছুতে এখন পর্যন্ত উন্নয়নের কোন বালাই নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একমাত্র মাটির রাস্তাটির দীর্ঘদিন থেকেই নেই কোন সংস্কার। আর বর্ষাকালে এ রাস্তার হাটু কাদায় চলাচল খুবই কষ্টসাধ্য। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ রাস্তা সংস্কারের দাবি জানালেও কাজ না হওয়ায় এবার তারা রাস্তায় ধানের চারা রোপণ করে নিবর প্রতিবাদ জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.