![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/07/online/facebook-thumbnails/ghj-samakal-5f1026f8e8581.jpg)
চার মাসে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ
সমকাল
প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ১৬:১১
মহামারির সময় প্রায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই ৪ মাসে যারা সিগারেট ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে সিগারেট ছেড়েছেন।