রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে উপাসনা মন্দিরে আচার্যের ভূমিকা পালন করলেন এক আদিবাসী সাফাই কর্মী। রবীন্দ্র-ভাবনার সার্থক রূপায়ণ হলো। শান্তিনেকতনে বুধবারের উপাসনায় একসময় আচার্যের আসনে বসতেন রবীন্দ্রনাথ নিজে। কখনও ক্ষিতিমোহন সেনরা। উপাসনা মন্দিরে ব্রহ্মোপসনায় সেই আচার্যের আসনে এ বার বসলেন এক আদিবাসী সাফাই কর্মী, কালীচরণ হেমব্রম। করোনায় যখন সব বন্ধ, তখন কালীচরণরা রোজ এসেছেন। মন্দির, আশপাশের বাগান, চত্বর সাফ করে গিয়েছেন নিয়মিত। সেই কাজের পুরস্কার পেলেন কালীচরণবাবু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.