বিশ্বভারতী: উপাসনা মন্দিরে আচার্য আদিবাসী সাফাইকর্মী
রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে উপাসনা মন্দিরে আচার্যের ভূমিকা পালন করলেন এক আদিবাসী সাফাই কর্মী। রবীন্দ্র-ভাবনার সার্থক রূপায়ণ হলো। শান্তিনেকতনে বুধবারের উপাসনায় একসময় আচার্যের আসনে বসতেন রবীন্দ্রনাথ নিজে। কখনও ক্ষিতিমোহন সেনরা। উপাসনা মন্দিরে ব্রহ্মোপসনায় সেই আচার্যের আসনে এ বার বসলেন এক আদিবাসী সাফাই কর্মী, কালীচরণ হেমব্রম। করোনায় যখন সব বন্ধ, তখন কালীচরণরা রোজ এসেছেন। মন্দির, আশপাশের বাগান, চত্বর সাফ করে গিয়েছেন নিয়মিত। সেই কাজের পুরস্কার পেলেন কালীচরণবাবু।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে