![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/16/92110a531cb25f330d8fe3f76e22a916-5f0fdac535fe7.jpg?jadewits_media_id=1547159)
বন্ধুদের সঙ্গে সৈকতে কেন্ডাল জেনার
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ১২:২৯
সুপার মডেল কেন্ডাল জেনারকে হঠাৎ দেখা গেছে মালিবু সৈকতে। করোনাকালে বন্ধুদের নিয়ে রৌদ্রস্নানে চলে গেছেন তিনি। নীল বিকিনিতে তাঁকে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে সাগরের নীল জলে। ওই দলে ছিলেন চার বন্ধু। তাঁদের একজন ‘পারস্যুট অব হ্যাপিনেস, দ্য কারাতে কিড’ ছবির জ্যাডেন স্মিথ, হলিউড তারকা উইল স্মিথের ছেলে! মালিবু সৈকত থেকে পাওয়া কেন্ডালদের ছবিটি ঘরবন্দী তরুণদের বেশ রোমাঞ্চিত করেছে।