![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/15/bfec6d17b4cefb736d5f79af06351547-5f0f356c741f1.jpg?jadewits_media_id=1547093)
প্রিয় নগরী, তুমি কি ফিরবে না আগের মতো করে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ০৭:৫৯
আমি সত্যি বলছি, আমি আবার ব্যস্ততম ওই সময়টায় ফিরতে চাই। যেখানে আবার আমার বন্ধুরা থাকবে, আমার ক্যাম্পাস থাকবে। যেখানে রোজ চায়ের কাপের সব আড্ডা থাকবে, রোজ ক্লান্তি নিয়ে বাড়ি ফেরা থাকবে, রোজ হলের ডাইনিংয়ে একটুকরো মাংস থাকবে। আমি অবসর চেয়েছিলাম সত্যিই, কিন্তু এমন অবসর তো চাইনি। যেখানে রোজ হাজার মানুষের মৃত্যুর খবর আসে।