তিন বছরে একটা দিন নেই যে বাবার অনুপস্থিতি মিস করি নাই
শবনম ফারিয়া জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। দেবী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দাতেও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। ছোট পর্দার অভিনয় জগতে সফলদের একজন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনের এসবের ভিড়ে একটি শূন্যতা তাড়িয়ে বেড়ায়। বাবার অনুপস্থিতি। ঘরে বাইরে সবখানে লেগে রয়েছে বাবার স্মৃতি। শবনম ফারিয়ার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন সরকারি চিকিৎসক (অব.) ছিলেন। ২০১৭ সালে ১৬ জুলাই মীর আবদুল্লাহমারা যান। বাবার মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েন শবনম ফারিয়া। সেই শোক সামলে উঠলেও এখনও তার অনুস্থিতি বুকে হাহাকার হয়ে বাজে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.