![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-326268-1594826817.jpg)
বগুড়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
বগুড়ার আদমদীঘির বিনাহালী গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি দেড় কিলোমিটার রাস্তা পাকা করা হয়নি। বর্ষা মৌসুমে সড়কে কাদার সৃষ্টি হওয়ায় জনগণের চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন।