ভারত-ইইউ সামিটে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে
বহু অপেক্ষার পর বুধবার শুরু হচ্ছে ভারত-ইউরোপীয় ইউনিয়ন সামিট। বিশেষজ্ঞদের বক্তব্য, বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। আলোচনা হতে পারে করোনাকালীন বাণিজ্য এবং চীনের অবস্থান নিয়ে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন এই বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়াও ভারতের তরফ থেকে থাকবেন ই কমার্স মন্ত্রী পীযূষ গোয়েল। গত মার্চ মাসে এই বৈঠক হওয়ার কথা ছিল। ব্রাসেলসে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে তখনকার মতো বৈঠক বাতিল করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে