ফল নাকি ফলের রস খাবেন?

আরটিভি প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ১৫:২৪

ফল বেশি পুষ্টিকর না ফলের রস- এই নিয়ে তর্ক আছে। এক্সারসাইজ বা খেলার সময় জলদি অতিরিক্ত এনার্জি পেতে ফলের রস খাওয়া যেতেই পারে। তবে চিকিত্সক বা ডায়েটিশিয়ানরা বলেন স্বাস্থ্যগুণ বজায় রাখতে রস নয়, অবশ্যই খান ফল। পারলে খোসাসমেত। যে ফলগুলো খোসাসমেত খাওয়া যায় সেগুলোর পুষ্টিগুণ অনেক বেশি। খোসা ছাড়িয়ে রস করে খেলে পুষ্টিগুণ কমে যায় অনেকটাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও