রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে নিয়ে তার উত্তরার বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে র্যাবের একটি দল এ অভিযান চালাচ্ছে। অভিযানে র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম রয়েছেন। ঘটনাস্থল থেকে সময় টিভির সংবাদকর্মীরা জানিয়েছেন, র্যাব সদস্যরা দুইটি শাবল নিয়ে ভেতরে ঢুকেছে। সেখানে হয়তো এমনকিছু লুকিয়ে রাখা হয়েছে, যা ভাঙতে হবে। এর আগে বুধবার ভোরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব।
এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে বোরকা পরে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.