সাড়ে তিন দশকের সংগীতজীবনে চলচ্চিত্রে সাড়ে তিন হাজারের মতো গান গেয়েছেন কনকচাঁপা। এর মধ্যে বেশির ভাগ গানেই সহশিল্পী ছিলেন প্লেব্যাক–সম্রাট এন্ড্রু কিশোর। দেশের চলচ্চিত্রের গানের বরেণ্য এই শিল্পীর আজ শেষ বিদায়ের দিন। আজকের দিনে সহশিল্পী নিয়ে কথা বলেছেন কনকচাঁপা।
এক জীবনে আপনারা দুজন অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। প্রথম কোন গানটি গেয়েছিলেন?আমরা দুজন প্রথম গেয়েছিলাম ১৯৮৬ সালে, সংগীত পরিচালক মইনুল ইসলাম খানের সংগীত পরিচালনায় 'নাফরমান' ছবিতে। শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়, সেদিনই তাঁর সঙ্গে প্রথম সামনাসামনি দেখি। মনে হলো দাদা কত দিনের চেনা মানুষটি। তারপর ৩০ বছরেরও বেশি সময় নানা সময়ে গান করেছি আমরা, দাদার সঙ্গে প্রায় আড়াই হাজার গানে কণ্ঠ দিয়েছি।
এন্ড্রু কিশোরের সঙ্গে সর্বশেষ গাওয়া গান কোনটি ছিল?শেষ গান কোনটি গেয়েছিলাম, শেষ কবে আমাদের দেখা হয়েছিল—মনে করতে পারছি না। তবে গেল বছর অথবা তার আগের বছর হবে হয়তো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.