বর্ষায় বেড়েছে মশার উপদ্রব! রইল তাড়ানোর ঘরোয়া উপায়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ১০:২৬

বর্ষাকাল এলেই মশার বংশবিস্তার বৃদ্ধি পায়। এই সময় মশার যন্ত্রণা সহ্য করা খুবই কষ্টকর। আর যাদের বাড়ির আশেপাশে একটু জঙ্গলা বা নোংরা ও স্যাঁতস্যাঁতে, তারাও পড়েন মহাবিপদে। মশার কামড় থেকে কী না হয়! ম্যালেরিয়া, ডেঙ্গ, চিকুনগুনিয়া আরো কত কী! তাই একটাও মশা যাতে না কামড়ায়, সব সময় সতর্ক থাকতে হয়। অন্যদিকে মশা তাড়ানোর প্রথম উপায় হিসেবে আমরা বেছে নেই কয়েলকে। তবে তা শরীরের জন্য খুবই মারাত্মক। একে তো করোনাকাল, তার উপরে যদি কয়েল ব্যবহার করেন তবে শ্বাসকষ্টের ও ফুসফুসের সমস্যা দুটোই বাড়বে। তাই কয়েল বাদ দিয়ে ঘরোয়া উপায়ে মশা তাড়ান।

রইল টোটকা- কর্পূর মশা তাড়ানোর যম! এর গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। কর্পূরের ট্যাবলেট ওষুধের দোকানে পাওয়া যায়, কিনে এনে এর টুকরো একটি পানিভর্তি ছোটো পাত্রে রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও