![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/04/78bd97297711a54a6df31d20720ed6d4-5eaf8f70999c7.png?jadewits_media_id=1529825)
কুয়াকাটায় আরও ১১ শ্রমিক কোভিডে আক্রান্ত
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নকাজের জন্য ১৬৫ জন শ্রমিককে কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়েছে। ৬ জুলাই তাঁদের সবার নমুনা সংগ্রহ করা হয়। প্রথম দফায় পাওয়া নমুনার পরীক্ষার প্রতিবেদনে ১৭ জন শ্রমিক করোনা পজিটিভ হন। গতকাল দ্বিতীয় দফায় আরও ১১ জন শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে।