সনদ ছাড়াই মেডিসিন ও কার্ডিওলোজির ডাক্তার!
কোনও মেডিক্যাল কলেজের বারান্দা দিয়ে জীবনে একবার হেঁটে না গেলেও লক্ষ্মীপুর থেকে নোয়াখালী গিয়ে তিনি সেজে গুজে বসেছেন চেম্বার খুলে। নিজেকে কার্ডিওলোজি, মেডিসিন, নিউরো মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস সব কিছুর বিশারদ হিসেবে দেখিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে নিয়মিত রোগী দেখতেন।
নিয়মিত প্রেসক্রিপশন দিতেন রোগীদের। এমন অসংখ্য রোগী দেখা এক ডাক্তারের বাসায় মঙ্গলবার (১৪ জুলাই) এসেছিল পুলিশ। তবে চিকিৎসা নিতে নয়, চিকিৎসকের সনদের খবর নিতে। তখনই ফাঁস হয়ে যায় তিনি একজন ভুয়া ডাক্তার। কামরুল হাসান (৩২) নামের এই ভুয়া ডাক্তার এখন হাজতে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভুয়া ডাক্তার
- জাল সনদ