কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের দুর্নীতির স্বরূপ ও এর প্রতিকার

বণিক বার্তা প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ০১:০৩

কিছুদিন আগে ৩৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের পর কয়েকটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, এমনকি গণমাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে। এত অধিকসংখ্যক ছাত্রছাত্রী কেন বিসিএস চাকরির জন্য আবেদন করেন, ডাক্তার-ইঞ্জিনিয়াররা কেন সাধারণ ক্যাডার পদে ঢুকছেন, বেসরকারি চাকরি কিংবা গবেষণার দিকে মেধাবী ছেলেমেয়েরা কেন আকৃষ্ট হচ্ছেন না ইত্যাদি। অনেক লেখালেখি ও মন্তব্যের মধ্যে একজন অবসরপ্রাপ্ত শীর্ষ পর্যায়ের আমলা এবং সুপরিচিত একজন শ্রদ্ধেয় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মতামতের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। শেষোক্ত জনকে আমি শ্রদ্ধা করি এবং তার লেখার আমি একজন একনিষ্ঠ পাঠক। জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি অনলাইন পত্রিকায় সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘দুর্নীতির ব্যাপকতাই বিসিএসের প্রতি মোহ তৈরি করেছে।’ ‘সমাজ-রাজনীতির সর্বত্র দুর্নীতি গ্রাস করেছে। অনিয়মই নিয়ম হয়ে গেছে।’ ‘প্রশাসনের কর্তারা জানেন, দুর্নীতি করে পার পাওয়া যায়।’ তবে তিনি এও বলেছেন, ‘সবাই হয়তো দুর্নীতি করেন না।’ ‘তাঁর মতে, ‘বিসিএস পরীক্ষায় কেন এত মোহ, এ প্রশ্ন গণমাধ্যমের তোলা উচিত। উত্তরও বের করতে হবে। তাহলেই দেখবেন মোহ কেটে যাবে। তখন এ শিক্ষা ব্যবস্থা থেকেই বিজ্ঞানী, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে