![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/14/6033b983ba98a05428ed8c27e0284f4e-5f0dec4f2111d.png?jadewits_media_id=678520)
২ যুগে এটিএন বাংলা, হচ্ছে না আনুষ্ঠানিকতা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ০০:০১
সম্প্রচারের ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ করলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ড. মাহফুজুর রহমানের উদ্যোগে ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগান নিয়ে ১৯৯৭ সালের এই দিনে (১৫ জুলাই) যাত্রা করে চ্যানেলটি। যার মাধ্যমে বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষার কোনও টিভি চ্যানেলের সম্প্রচার হয়। এই চ্যানেলের মাধ্যমে বাংলা ভাষা, সংস্কৃতি ও সংবাদ সারা বিশ্বে পৌঁছে যায়।