দুই পথচারীকে চাপা দিল পিকআপ ভ্যান
বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৌরনদী উপজেলার ইল্লা এলাকার হাসেম বেপারীর ছেলে বারেক বেপারী (৬০) ও পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এলাকার তাজুল ফকিরের স্ত্রী লিপি বেগম (৩০)।.