![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/02/10/f0bf161776e202f19cebee039e8fdae9-nator.png?jadewits_media_id=746201)
সাংসদের গাড়ির দুই চালকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল থামানো নিয়ে স্থানীয় (নাটোর-১) সাংসদ শহিদুল ইসলামের গাড়ির দুই চালকের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলা সদরের মালঞ্চি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই দুই চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে সাংসদ বলছেন, পুলিশ তাঁর এক গাড়িচালককে অন্যায়ভাবে মারপিট করেছে।