রাজস্থান হাতছাড়া হতে পারে কংগ্রেসের
রাজস্থানে পাশা উল্টে যেতে পারে। কংগ্রেসের আরেকটি রাজ্য বিজেপি দখল করে নিতে পারে। আপাতত প্রবল চাপে মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানে এখন রাজনৈতিক থ্রিলার চলছে। সাসপেন্স, ড্রামা, নায়কের হুঙ্কার, বিরোধী শক্তির পেশী আস্ফালন সব আছে। সেই সঙ্গে আছে, ঘন ঘন পট পরিবর্তন।
একদিকে মোদী-শাহের বিজেপি এবং তার সঙ্গে হাত মিলিয়েছেন গত দুই বছর ধরে উপ মুখ্যমন্ত্রী থাকা শচিন পাইলট। তাঁর দাবি, তাঁর সঙ্গে কংগ্রেসের ১৬ জন বিধায়ক আছেন। শচিন পাইলট মুখ্যমন্ত্রী হতে চান। উপ মুখ্যমন্ত্রী হয়ে থাকতে তিনি নারাজ।