ইমার্জেন্সী ভেন্টিলেটর তৈরি করেছে রুয়েটের শিক্ষার্থীরা
দেশে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষে ‘দুর্বার কাণ্ডারি ইমার্জেন্সী ভেন্টিলেটর’ নামক এক ধরনের ভেন্টিলেটর তৈরি করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানার তত্ত্বাবধানে দুই মাসের অধিক সময় পরিশ্রম করে ‘দুর্বার কাণ্ডারি’ নামক ইমার্জেন্সী ভেন্টিলেটরটি তৈরি করা হয়েছে।