![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F14%2Frwehja7c.jpg%3Fitok%3DZ2CYwbw3)
হোম কোয়ারেন্টিনে রেখা
এনটিভি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১৫:৩০
নিরাপত্তাকর্মী ও কয়েক জন কর্মীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার মুম্বাইয়ের বান্দ্রার সি স্প্রিং বাংলো সিল করে দিয়েছে কর্তৃপক্ষ। নতুন খবর, অভিনেত্রীকে কয়েক সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবরে বলা হয়েছে, এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, রেখার নিরাপত্তাকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এবার জি নিউজ ও ইন্ডিয়া ডটকমের খবরে বলা হয়েছে, অভিনেত্রীর দুজন গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) রেখার বাংলো সিল করে দেয়। এমনকি ওই স্থানকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা দেয় বিএ