টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন মা, পাশ থেকে প্রশ্ন করে ভাইরাল মেয়ে

ডেইলি বাংলাদেশ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১১:২৭

লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের (এলএসই) ড. ক্লেয়ার ওয়েনহ্যাম। তিনি এলএসই-র বৈশ্বিক স্বাস্থ্য নীতিতে সহকারী অধ্যাপক এবং তিনি যুক্তরাজ্যের স্থানীয় কোভিড -১৯ লকডাউন নিয়ে আলোচনা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সম্প্রতি ড. ওয়েনহ্যাম বাড়ি থেকেই বিবিসি নিউজকে কোভিড -১৯ মহামারী সম্পর্কে সাক্ষাত্কার দিচ্ছিলেন। এমন সময় লাইভে দেখা গেলো তার ছোট্ট মেয়ে স্কারলেটের বিচরণ। এরপরই ঘটতে থাকে মজার কিছু ঘটনা। ভিডিওটি বিবিসি নিউজর টুইটার হ্যান্ডেলে পোস্টের পরপরই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা গেছে, বিশেষজ্ঞ মা সাক্ষাৎকার দিচ্ছেন। এমন সময় তার মেয়ে স্কারলেট উপস্থিত হয়। এসেই সে উচ্চস্বরে কথা বলতে থাকে।এমনকি মায়ের ডেস্কের উপরে উঠে পড়ে!  মা তাকে ডেস্ক থেকে নামাতেই সে জিজ্ঞেস করতে থাকে, আম্মু, এই ছবিটি কোথায় রাখবো?  এমন সময় উপস্থাপক ক্রিশ্চিয়ান ফ্রেজার মন্তব্য করেন, "স্কারলেট, আমি মনে করছি এটি উপরের তাকেই ভাল দেখাচ্ছে এবং এটি একটি সুন্দর ইউনিকর্ন।” ক্রিশ্চিয়ানের মন্তব্য শুনে স্কারলেট জিজ্ঞেস করে: মা, তার নাম কী? চনা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও