সাকিবের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে মুখ খুললেন তামিম
গত মে মাসে নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল ও ফেসবুক পেজে তারকা ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকটি লাইভ আড্ডার ব্যবস্থা করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যেখানে বর্তমান ও সাবেক শীর্ষ তারকাদের প্রায় সবাই এসেছেন একবার হলেও। কিন্তু দেখা যায়নি সাকিব আল হাসানকে। পরিবারের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। তামিমের ইচ্ছা ছিল, তার লাইভ আড্ডার শেষ দিনে পঞ্চপাণ্ডবকে একসাথে করার। কিন্তু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে সেদিনও আসতে পারেননি সাকিব। ফলে শেষদিন ছিলেন তামিম, মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহ। ঘটনা সেখানেই শেষ হতে পারতো। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানান আলোচনা।
সন্দেহবাতিকরা বলাবলি শুরু করে, তামিমের সঙ্গে বন্ধুত্বের ফাটল দেখা দেয়ার কারণেই মূলত লাইভে আসেননি তামিম। এ নিয়ে আবার সাকিব ও তামিমের অতি উৎসাহী ভক্তদের মধ্যে কাঁদা ছোড়াছুড়িও হয় ব্যাপক। তখন এ বিষয়ে তেমন কিছু বলেননি তামিম বা সাকিব। তবে প্রায় মাস দেড়েক পর এক ভক্তেরই প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে বন্ধুত্বের বিষয়ে মুখ খুলেছেন তামিম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.