![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/14/86e7cf7081d4fd857e398be4c11532b2-5f0d218b5ec12.jpg?jadewits_media_id=678390)
৪ হাত জমি নিয়ে বিরোধ, হামলার ভয়ে বাড়িতে পাহারাদার!
মাত্র চার হাত জমি নিয়ে ভাই ও ভাইপোদের সঙ্গে চলছে বিরোধ। এ নিয়ে দুই পক্ষের মধে সংঘর্ষও হয়েছে। আবার হামলা হতে পারে এ ভয়ে বাড়িতে একজন পাহারাদার নিয়োগ দিয়েছেন শেখ মাহাবুর রহমান নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া রোহিতা গ্রামে।
মাহাবুরের অভিযোগ, জমি নিয়ে বিরোধের কারণে আপন ভাই ও ভাইপোদের হামলার ভয়ে তিনি বাড়িতে এই পাহারাদার রেখেছেন। দেড় হাজার টাকা বেতনে গত দুই মাস ধরে মদন শেখ নামে এক ব্যক্তিকে দিয়ে তার বাড়িতে পাহারার ব্যবস্থা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জমি নিয়ে বিরোধ
- পাহারাদার