‘আপন কর্মপরিচয় মানুষের সত্যিকারের জীবনব্রত’
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ০৮:০০
সব মা–বাবাই স্বপ্ন দেখেন তাঁদের ছেলেমেয়েরা বড় হয়ে একদিন মানুষের মতো মানুষ হবে। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন দেখার অনুভূতি হারিয়ে গেলে মানুষের আত্মার নাকি মৃত্যু ঘটে! কিন্তু সবার সব স্বপ্নই কি পূরণ হয়? কামার-কুমোর-জেলে-তাতি-চর্মকার-কৃষক—এঁদের মতো সাধারণ মানুষের স্বপ্নগুলো অনেক সময় অঙ্কুরেই ঝরে পড়ে। বাস্তবতার কশাঘাতে থেমে যায় স্বপ্নের চাকা। কেউ কেউ অবশ্য, সেই থেমে যাওয়া চাকা উপেক্ষা করে মাথা তুলে দাঁড়ায় এক উচ্চতর মানুষ হয়ে। এমন হাজারো বিখ্যাত মানুষ আমাদের সমাজে রয়েছেন।