
চট্টগ্রামে নমুনা পরীক্ষায় অনাগ্রহে কমেছে শনাক্তের হার
চট্টগ্রামে গতকাল পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। গত জুনে চট্টগ্রামে সবচেয়ে বেশি মানুষের শরীরে এ ভাইরাসটি শনাক্ত হয়। তবে এক সপ্তাহ ধরে শনাক্তের হার একদম কমে গেছে। একই সঙ্গে কমেছে নমুনা পরীক্ষার হারও।
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়া, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়া, টেস্টিং ফি আরোপসহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে ভাইরাস পরীক্ষার আগ্রহ নষ্ট হয়ে গেছে।