এক রাজা হঠাৎ ঘোষণা করলেন, তিনি রাজদরবারের সব জিনিস বণ্টন করে দেবেন। বলা হলো, পরদিন সূর্যোদয়ের সময় যে ব্যক্তি যে জিনিস ধরে দাঁড়িয়ে থাকবে, সে-ই সেটার মালিক হয়ে যাবে! ভোরবেলা দেখা গেল রানী, সভাসদ. পাইক-পেয়াদা সবাই নিজেদের পছন্দমতো সম্পদ ধরে দাঁড়িয়ে আছে। রাজা সিংহাসনে এসে বসলেন। দীর্ঘদিন তার সেবা করা এক দাসী রাজার আসনে হাত দিয়ে পেছনে দাঁড়িয়ে রইল। চূড়ান্ত ঘোষণা দেয়ার আগে রাজা সেই দাসীকে লক্ষ করে বললেন, সবাই কিছু না কিছু নিয়েছে; তুমি কেন নিলে না?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.