জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৪ জুলাই)। এরশাদ জীবিত থাকা অবস্থায় দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব-বিবাদের সূচনা হয়েছিল, তার মৃত্যুর একবছর পরও তা দূর হয়নি বরং বেড়েছে। এরশাদের জীবদ্দশায় পার্টির পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী রওশন এরশাদের মধ্যে।
আর মৃত্যুর পর এরশাদের রেখে যাওয়া বারিধারার বাসভবন ‘প্রেসিডেন্ট পার্কের’ ভোগ-দখল নিয়ে পারিবারিক দ্বন্দ্বে নতুন করে যুক্ত হন বিদিশা সিদ্দিকী, যিনি এরশাদের সাবেক স্ত্রী এবং তার ছেলে এরিকের মা। এরশাদের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি পালন নিয়ে এই ত্রিমুখী দ্বন্দ্ব এখন আরও চাঙ্গা হয়েছে। জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.